আমিই সে
শংকর ব্রহ্ম
আর মাত্র দু'একটা পদ্য লিখতে দিন তারপর
আস্ত একটা মাকড়শার ডিম উপহার দেব পাঠকদের,
যা বেচে কিনতে পারবেন অলিভ অয়েল আর মধু,
ঘুণাক্ষরেও টের পাবেন না যে
ডিমের ভিতরে কত বিষ জমা হয়ে আছে।
তাই বেঁচে থাকার আনন্দে গান গাইতে গাইতে
দু পেগ গলায় ঢেলে তখন দেখতে পারেন বিশ্ব জগৎ,
তার আগে মশাই কালো বাজারটা একবার ঘুরে আসুন
দেখবেন বিলিতি বেগুনের দামে বিক্রি হয়ে যাচ্ছে
বেমালুম মেয়েমানুষ, এবার বুঝেছেন তো মশাই,
আমিই সে যে নীরবে পান করে চলেছে বিষাক্ত গরল।