আমার ভিতরে আমি
শংকর ব্রহ্ম


আমার ভিতরে আমি
                         ক্রমাগত নেমে যেতে থাকি
দেখি,গভীরে আমার তীব্র জ্বালা , দগ্ধ দহন
                      বুকের ভিতর এক নদী জল,
শোকের ছায়ায় এক নিমেষে ব্যথার কাহন
                      তোমার প্রেমের সবটাই ছল?

মনের ভিতর চৈত্র শেষের শূন্যতা আজ
বুকের গভীরে আনমনা করা মেঘলা আকাশ,
হঠাৎ কেন যে নেমে আসে, দেখি বিদ্যুৎ বাজ
                      ছলনা তোমার দারুণ , সাবাস।

ভিতরে আমার একটি হৃদয়
                                         পুড়ে যেতে থাকে
গভীরে আমার আর এক হৃদয়
                                           চুপ করে দেখে।

এতদিনে যেন মানুষটি শোকে  
                                            পাথর হয়েছে,
গভীরে আমার অন্য মানুষ
                                           জ্বলছে,পুড়ছে।