আমার রবীন্দ্রনাথ
শংকর ব্রহ্ম
দুই ভুবনে বাস আমার একটি কায়ার অন্যটি মায়ার
কায়ার জগৎ ছন্দহীন ছায়াহীন
রৌদ্রে পুড়ে খাক না হয় এ সব এখন থাক
রাত্রে হিংস্র অন্ধকার সে সব কথা বলব কত আর?
প্রেমহীন নির্জীব রুক্ষ মরুভূমি
নিস্প্রভ কঠোর কঠিন বাস্তব জগৎ
যেখানে অবাঞ্ছিত আগাছার বাড় বাড়ন্ত খুব
যেখানে লালসা জীবনের তীব্র উদ্দীপক হয়ে ওঠে
হিংসা হৃদয়ের প্রায় সবটাই জুড়ে থাকে
আর ভোগবাদই জীবনের শেষ কথা বলে।
আর আমার মায়ার জগৎ জুড়ে
কতশত ফুলমেলা লুকোচুরি খেলা
রবীন্দ্রনাথের সাথে কেবল একেলা
অপূর্ব এক আনন্দ ধারায় অবগাহন শুধু
এত গাঢ় আঁধারেও আমার ভুবন
আলোকের ঝর্ণা ধারায় উৎসব মুখর।