আমার পথ
শংকর ব্রহ্ম
অন্তবিহীন পথ রয়েছে সামনে পড়ে
কেন তবে একলা বসে থাকব ঘরে?
রাতজুড়ে যে তোমার কথাই মনে পড়ে
মুখের পাশে মুখটি আমার তুলে ধরে
ভাবি প্রজাপতি কেন ছোটে ফুলের পানে?
সরাটা রাত আমি খুঁজি তার যে মানে
এমন সময় জ্যোৎস্না এসে বলে কানে
সব কথার মানে কি আর সবাই জানে?
বাতাস তখন ফিসফিসিয়ে কাছে এসে
বলে তোমায় কেউ না ভীষণ ভালবাসে,
হকচকিয়ে গিয়ে তখন আমি বলি
সময় যে নেই আমার পথেই আমি চলি।