আমার চাওয়া              
শংকর ব্রহ্ম
          

বিশ্বাসকে আমি মুঠোর মধ্যে পেতে  চাই
                  নারীর কাছে আমি ফুটে উঠতে চাই
একমুঠো রোদ্দুর হয়ে যে কোন শীতের সকালে
অসহায় শিশুর চোখে জলন্ত ক্রোধ দেখতে চাই

পৃথিবীর যে কোন  চোখে এক ফোটা অশ্রু দেখে
আমার বুক পোড়ে ঘৃণা হয়  খুব অসহায় লাগে
                               সমস্ত নিঃস্ব মানুষের ভিতর
তীব্র তেজের আগুন জ্বালিয়ে দিতে চাই
                            যাতে ওরা নিজেরাই একদিন
জলন্ত অগ্নিপিন্ড হয়ে
                          সূর্যের মতো জ্বলে উঠতে পারে
আবার ফুটে উঠতে পারে বুনো ফুলের মতো
                                  অনুর্বর উপেক্ষার জমিতে

ওদের জন্য আমি নক্ষত্র থেকে ছিটকে আসা  
এক টুকরো উল্কা হয়ে বারবার জ্বলে উঠতে চাই।