আমাদের বেঁচে থাকা
শংকর ব্রহ্ম


আমাদের নির্দিষ্ট কোন শোক ছিল না         তাই
আমাদের নির্দিষ্ট কোন দাবী ছিল না       ফলতঃ
আমাদের নির্দিষ্ট কোন পৃথিবী ছিল না     সুতরাং
আমাদের নির্দিষ্ট কোন প্রেম ছিল না       অতএব
আমাদের নির্দিষ্ট কোন আত্মজ ছিল না

আমরা সকলে           শোক বিহীন
                            দাবী বিহীন
                          পৃথিবী বিহীন
                            প্রেম বিহীন
                         আত্মজ বিহীন
                                     বেশ বেঁচে ছিলাম
                                       বেশ বেঁচে আছি
                                      বেশ বেঁচে থাকব
তবুও কোথায় যেন টান পড়ে          বাঁচার কথায়।