আলোর প্রহর
শংকর ব্রহ্ম



ঘরের ভিতর আর একটা ঘর তোমার জন্য
               ঘরের বাইরে আর একটা ঘর আমার জন্য
তোমার জন্য আর একটা ঘর আমার ভিতর
                              অন্ধকার আর আলোর ভিতর

মধ্যরাতে ঘর বদলের খেলা চলে
                                        ভিতর ঘরে অন্ধকার
আর বাইরে তখন জ্যোৎস্না দোলে
                            তোমার ভিতর কেউ কি দোলে
অন্ধকারে স্বপ্ন কোন ঢেউ কি তোলে?

                   হয়তো তখন আমিষ গন্ধে ঘর ভরেছে
নতুন করে ঘর গড়েছে
                             আর এক ভ্রূণ তোমার ভিতর
হয়তো তখন আমার ভিতর
                                 অন্ধকারেও আলোর প্রহর