আলোক লিখন
শংকর ব্রহ্ম
১.
জড়ালে কি শতপাকে
লুকানো থাকে আশা?
না মিটলে ভালবাসা
হারায় মনের ভাষা।
২.
গোধূলির ধূসর আলোয়
পেয়েছি যার দেখা,
শুধু তার কথা ভেবে
মুছি কপালের লেখা।
৩.
আকাশে মেঘের বুকে
চমকানো বিদ্যুৎ শিখা,
কিছু বলে না তো মুখে
আলোকেই থাকে লিখা।