আজও প্রেম
শংকর ব্রহ্ম


এক.

আসতে তোমার দেরী দেখে
                                       রাগ করেছি ভাবতে পার
সে শক্তিও নেই যে আমার
                                    রাগ করতেও ক্ষমতা লাগে
মমতা জাগে তোমার প্রতি
কতকষ্ট স্বীকার করে তবুও তুমি কাছে আসো
                               আলতো ছোঁয়ায় ভালও বাসো
'রাগ না করলে, একটু হাসো' - বলো যখন
                                  মন তো তখন হাসতেই চায়
অথচ হায় দুষ্টু হৃদয় তোমায় শুধু ক্ষেপিয়ে বেড়ায়

দুই.

প্রয়োজনে যত শব্দ ব্যবহার করেছি এ জীবনে
            তার মধ্যে 'ভালবাসা' শব্দটা কয়েক লক্ষ বার
অথচ শব্দটা ক্লীশে হয়ে যায়নি যেন  
                       আজও সূর্যের মতো জ্জ্বলছে বিভায়