আহাম্মক
শংকর ব্রহ্ম
আমরা জানি কিভাবে আমাদের বোকা বানান হয়
জিনিষের দাম হু হু করে বেড়ে ওঠে
শিশু-খাদ্যে ও ওষুধে মেশানো হয় ভেজাল
তবুও আমাদের কন্ঠ মুখর হয়ে ওঠে না প্রতিবাদে
তিল তিল করে আমাদের হত্যা করা হয় প্রকাশ্যে
এ'সব জানার পরও কি-ই বা করতে পেরেছি আমরা?
আমরা জানি কি ভাবে গাছে গাছে ফুল ফুটে ওঠে
কিংবা বিস্ফোরিত হয় আনবিক বোমা
এবং যারা গাছে গাছে ফুল ফোটায়
অথবা আনবিক বোমার বিস্ফোরণ ঘটায়
তাদের আচরণও খুব একটা অজানা নয় আমাদের
এ'সব জেনে বুঝেই বা কি লাভ হয়েছে বলুন তো?
ভোটের আগে প্রতিশ্রুতির বন্যায় ভেসে গিয়ে
আহাম্মক হওয়া বন্ধ না হলে
শেষ পর্যন্ত কি আর লাভ হবে আমাদের?