আগমনী
শংকর ব্রহ্ম
তিনি আসবেন তাই
বৃষ্টি ধুয়ে মুছে তারই জন্য
পরিচ্ছন্ন করে তুলছে আমাদের বাসযোগ্য ভূমি?
নদীর দু'ধার সেজে উঠছে কাশফুলে
আকাশ আরও নীল হয়ে উঠেছে যেন চষাক্ষেত
মেঘেরাও থমকে রয়েছে আকাশে যেন তারই প্রতীক্ষায়।
মেকআপ সেরে পৃথিবী কি খুব রূপসী হয়ে উঠেছে
তিনি আসবেন তাই?
তিনি আসবেন আমাদের এই ধুলো মাটির পৃথিবীতে
আমরাও তারই প্রতীক্ষায় আবেগ ঘন হয়ে উঠছি
আমরা প্রস্তুত হয়ে উঠছি ভিতরে ভিতরে
তারই জন্য দিন গুনছি মনে মনে।