আমার মন দরিয়ায় ভেসে আমি খেয়া বাইছি আলোরপানে,
দে মা আমায় পথের দিশা, ঠাই নিতে চাই চরণতলে।।
অবোধ বলেই মাকে খুঁজি, জলে স্থলে অন্তরালে
মন যে সদা উচাটন, মায়ের আশিষ পাবার তরে ।।
আমার মন সপেছি রাঙ্গা পদে, মা ছাড়া এ জগত খালি
এই মনের ধুনো জ্বালিয়ে আমি, হৃদ কমলের অর্ঘ ঢালি ।।
পূজা-মন্ত্র জানিনে মা, নেইকো কোনো গুরুর কৃপা
মন ভিজিয়ে ভক্তিরসে খুঁজি আমি আলোর দিশা ।।
সবে বলে মা তুই ভয়ঙ্করী, মন বলে তুই শুভঙ্করী
ত্রিনয়নে দেখ না মাগো, পথের খোঁজে এ সংসারী।।
*********************