ক্লান্ত পায়ে, চলার পথে,
মেঘভাঙ্গা বৃষ্টিতে আশ্রয় বটতলা।
নির্জন সন্ধ্যেতে তুমিও ছিলে, গাছের নীচে,
ভিজে একসা, একাকিনী তন্বী; পরিণীতা ।
বারিধারায় সিঁদুর গলে নামে চিবুক বেয়ে
ভেজা শাড়ীর ভাঁজে, দৃষ্টি পড়ে অমোঘ টানে
মেঘমন্দ্রে চমকিত দিব্যাঙ্গনা !
চকিতে হাল্কা ভেজা-আঁচল টানে বুকের ভাঁজে।
পথবাতির আলোয় অনাবৃত উজ্জ্বল কোমর, নাভিমুলে
পিপাসী দৃষ্টি; অনুগামী সর্বত্র।
অবিশ্রান্ত বৃষ্টির শব্দ, দমকা হাওয়া......
কি অদ্ভুদ ভাবে সব ভাল লাগে!
ইস যদি সারা রাত বৃষ্টি হত এমন ভাবে !
আড়স্টতা কাটে দুএকটা মিস্টি কথার সাথে
নারী কি শুধুই রস-রক্ত-মাংসের দলা হয়েই রবে.........!!
মনের আগে কেন রূপের বিচার হবে ?
বৃষ্টি থামে, আমরা চলি যে যার পথে......
মন বলে, আর কি কখনো দেখা হবে?