নোনা ডাকে চলেছে খেয়া আপন খেয়ালে,
মাঝদরিয়ায় উদাসী একা আমি......
আঁকাবাঁকা পথ বেয়ে চলেছি বহুকাল ধরে --
সূর্যটা হেলে আছে ক্লান্তিতে
অনন্ত আঁধার সম্মুখে।
ফেলে আসা পথ পিছুটানে
তবু ভেসে চলি কালের নিয়মে।
অনেক ভালবাসা থেকেও তুমি বেঘর !
যবনিকার ওপারেই অদৃশ্য সঞ্চালকের
সুতোয় নাচে ছোট্ট কাঠের পুতুল;
ওঁদের ইচ্ছেগুলো যদি মিলেও যায়,
সুতো বেয়ে নেমে আসে অধিকারের শাসন!
ধুসর স্মৃতির পাণ্ডুলিপি থেকে উঁকি দেয়
একজোড়া কাজল কালো সলাজ দৃষ্টি;
আবাহন ছিল নীলপাহারের, নীচে সবুজ জংলা গন্ধ,
চেনা সূ্র্য, চেনা আকাশ, চেনা বাতাসে...
সেই চেনা ঘ্রান নেই, নেই মাদলের ছন্দ।
এককিত্বে সোঁদা মাটির গন্ধের স্মৃতি পিছু টানে,
একটু বাতাস আসুক খুব জোরে
হাওয়ার টানে উজানে আবার ফিরে যাব।
সঞ্চালক, আমায় ফিরিয়ে দেবে কি সেই সবুজ?
সেই পাহাড়, সেই আনত কাজল কালো দৃষ্টি,
সেই মাটির সোঁদা গন্ধ, কাকলীর কলরব, সেই মাদলের ছন্দ...?????
হঠাৎ যখন থেমে যাবে এ স্রোত
স্থির জলে আটকে থাকা ছায়াগুলো
আপন করে জড়িয়ে নেবে আমার ছায়াকেও !
সেদিন আমার ছায়াও একাই খুঁজবে সেই
সেই মাটির সোঁদা গন্ধ, কাকলীর কলরব...!!!!
*****************************