নীল সীমানার ওপারে তীব্র আগুন
এপারে ধ্বংসের হোমাগ্নিতে আহুতি
মুষ্টিমেয় প্রাপ্তি বিলাসী, উদর বিশাল
বাকি সব বিশ্বাসের আলয় কুলুঙ্গি ।

রঙ্গেরও নাকি ভাগ আছে !
চেতনায় সপ্তাহেরও বাঁটোয়ারা;
ওরা জানে কখন ছুঁড়ে দিতে হয়
রুটি মাংস কিম্বা ওদের উচ্ছিষ্ট ………

রাজ পোশাকেও রঙ্গেরই ছটা
শোষে প্রকৃতির সম্পদ অথবা মনুষ্যত্ব;
একদিন শুভ্রতা হারাবে চিরন্তন কাঞ্চন
হয়তো আমরা আবার ফসিল হব।

******************************