পাকদণ্ডী বেয়ে নেমে এসে
তৃষিত ধূসর ভুমি, ঝরা পাতায়
চেনা পথ পিছে পড়ে আছে
মর্মর ধ্বনিতে ক্লান্তি মিশেছে।
পাহাড়ি স্রোতে সাদা ফেনা ছিল
ছিল পাড় ভাঙ্গা গতি
ধু ধু বালু পাথর পেরিয়ে একচিলতে
স্রোত, নিঃশব্দে বয়ে চলেছে।
মায়াপুস্পের সুঘ্রাণ নিতেই
বেজেছিল আনন্দের গান,
পল-অনুপলে শিউলি সুবাস,
গোলাপের কাঁটাও বিঁধেছে।
কক্ষপথে বার বার ঘুরেও
জানা হয়নি অনেক কিছুই…
ইচ্ছে গেরোয় বন্দি সবই
জানলে শূন্য সকলই।
নাম হারাবার ভয় নেই আর
নেই একাকিত্বের যন্ত্রণা
দৃষ্টিসীমায় সসীম বাস্তব
নীরবে পরাশক্তি সাধনা।
জটা বেয়ে জ্যোতির প্রকাশ
ঈশান মেঘে মহাকাল
ডমরু-দুন্দুভি, অনন্ত অনিবার্য,
মন বলে এগিয়ে চল।
*******