এমনটা হবার কথা ছিল না
নির্মল মনে আশা আর পবিত্র বিশ্বাস ছিল,
কঠোর শ্রমে সাফল্য এসেছিল,
স্বপ্ন পুরনে প্রতিষ্ঠাও পেয়েছিল
কিন্তু........
এমনটা তো হবার কথা ছিলনা!
স্থীতধি, শান্ত, একমাত্র অবলম্বন ছিল,
প্রেম এনেছিল পুর্নতা, আনন্দ
সাফল্যের অভীপ্সায় ছিলনা শ্রমবিমুখতা
তবুও ......
এমনটা তো হবার কথা ছিলনা!
একাগ্রতা, দক্ষতা, নিষ্ঠা ছিল,
উদ্যমী ছিল, নিরন্তর সেবা দিয়েছিলো,
বাঁচার অধিকার ছিল
তবুও.......
এমনটা তো হবার কথা ছিলনা !
আলোকমালায় অন্ধকার ছিল !
অনুরণন হলো ! বধির সাথীরা নীরব ছিল !
কেন মানুষ শ্বাপদ হল ?
রুধির রাঙ্গা শরীর নিঃশব্দে
প্রশ্ন রেখে গেল
এমনটাই কি পাওনা ছিল?
শঙ্কর সেহানবিশ
২৩.০৮.২৪