নিরাপত্তার খোঁজে পেছোতে পেছোতে
সেঁধিয়ে যায় সে, ঘরের এককোণে---
জোর আওয়াজে, তার এখন ভয় লাগে,
ভাবে, দরজাটা বন্ধ আছে তো ?
বলিরেখা বেয়ে ঘাম গড়ায়,
স্বল্প সম্বল যখন ফুরোয় অনেক প্রত্যাশায়;
চার দেয়ালের ভেতর কখনোও পুরুষ জাগে –
তখন, প্রতিবাদ অনুরণিত হয়ে নিজের কানে বাজে !
চকচকে আধুনিকতার উৎস অন্ধকার,
ইচ্ছে করে স্বাদ নিয়ে দেখে,
গভীর আলিঙ্গনে কেমন লাগে সিগেরেটের সুখটান !
নীল আলোতে কাঁচের গ্লাস কি ছলকে পড়ে তখন ?
*************************************************