ওই দেহখানি দেখি শায়িত আজ,
কত পূর্বজন্মের স্মৃতি মনে পড়ে,
সহস্র হারানো আনন্দ দুঃখ নয়নে
জন্মান্তরে যেন ঋতুর গানে।
অনন্তকালের আমার সুখ দুঃখ বেদনা,
এই জগতের মায়াকাননে মাঝে।
জগতে অমৃতাংষুর আলো কত
তোমার বিরহ ব্যাথা আজ মনে যত।
বহুদূরে তুমি আজ সহস্র যোজন দূরে,
কত হাসি কত ভালোবাসা আর অশ্রুজলে
মনে ভাসে সেই সব কথা আজও
তোমার শায়িত দেহ দেখে নিরবতার মাঝে,
জীবনের মধুর স্মৃতিগুলো গুমড়ে কাঁদে।