তুমি আমার মনে অন্তরে,
আমার হৃদয়ে প্রেমে..
জীবনের স্মৃতিতে রোমন্থনে,
এক শান্তির অবগাহনে।
তুমি রজনীর স্নিগ্ধ ছায়ায়,
মনের মনিকোঠায়,
রাখি তোমাকে পরশে
মননে বটবৃক্ষের স্নিগ্ধ তরুতলে।
তোমার আগুনে পুড়ে,
মনের প্রকাশ নিয়ে...
রাতে জোৎস্না মেখে,
ডুবেছি মনের মনিকোঠায়।
ভালোবাসার..
কাঙাল তো আমিও...
কিন্তূ রামধনুর রং দেখতে..
পাবো আকাশে চিরকাল,
পারবো হাতে হাত রেখে-
মনের কথা পড়তে তোমার
তুমি শেখাবে ?
আমি যে আকাশে
পুরো উড়তে পারি না আজ‌ও ।
শুধু তোমার নামতে পারি,
তোমার চোখ পড়তে জানি।