অসীম শূন্যতা ,
প্রতিনিয়ত পাবে বিরহ ব্যথা,
কন্টকময় পৃথিবীতে হয়তো তুমি একা !
জন্মান্তরবাদ হয় সত্য যখন,
দশমাসের কষ্ট হয়না কখনো অসমাপ্ত ।
তাই ফেলো না অশ্রুজল এখন !
অনু পরমানুর মিলন হয় অবিরত,
দৃশ্যমান না হলেও একই স্তোত্রে উচ্চারিত।
সৃষ্টির ধারক বেঁচে সর্বত্র,
তোমায় আমায় নিয়ে যত্রতত্র।
তাই বিবেক অন্তরের ডাক থাক না বেঁচে,
জেনো রোজ সে আছে তোমার কাছে।