আজও মনে পরে সেই নহর খানির কথা,
মখমলের গালিচা পাতা ঘাসে বসে -সাথে তুমি।
কত না বলা কথা-
আর আমাদের শপতি।
আজ মনে হয় তুমি নীরদ মুক্ত নারী,
হয়তো সকল অভিমান গেছে ধুয়ে ?
তাই বলি হয়ে ওঠো আত্মপ্রত্যয়ী,
বেড়ে ওঠো আগামী দিনে-হও কালজয়ী।
থাক না ..
বাকী সবকিছু না বলা কথা।
জেনো আমি যে এতে সুখী,
কিছু সময় বৃষ্টি না হয় হয়েছি।
এখন হয়তো শুকনো ঝরে পড়া পাতা,
তবে আমি হয়নি অসুখী।
হাতে হাত থাকবে জানি,
শুধুই আক্ষেপ একটাই-
তুমি হলে না আমার নীরা।