ইচ্ছে ছিলো আজ দুজনে বৃষ্টি হবো,
হৃদয়ে ভালোবাসার আগুন নিভিয়ে,
ঈশ্বরীয় প্রেমে একটু মন ভেজাবো।
মনের দর্পণে দুজনের মুখের প্রতিবিম্ব ...
মেঘের আড়ালে মনের অন্ধকারে,
দূর করবো আমার মৃত্যুর অহংকার।
কিন্তু তুমি তো সেই একটু ঝরে,
হঠাৎ চোখের আড়ালে লুকিয়ে গেলে ।
তুমি জানো না কি..
আমি যে অপ্রতিরোধ্য অসাধারণ....
আমার লুকোনো সব আশা ছিলো-
পৃথিবীর যত স্তব্ধ নিরাশা।
হারাবে তোমার ছোঁয়ায়,
আমি অপেক্ষায় তোমার ঢেউয়ের-
মনের মুক্তির স্বাদের।
তোমার নিঃশ্বাসের দিয়েছি সমর্পণ,
হৃদয়ের দর্পণে নিজের বিসর্জনের ।
হয়তো আবার পুরানো অস্তিত্ব ফিরে পাবো,
হারানো প্রেমে নতুন করে বাঁচার চেষ্টা হবে...
তোমার ভালোবাসায় থাকবো জেগে ,
প্রতিদিন রাতে স্বপ্নের অবগাহনে।