বটবৃক্ষ তলায় আমার ছিলো উপস্থিতি,
পরিচয় খোঁজে তোমার বিস্তৃতি।
তুমি তো মহীধর ছিলে আমার কাছে,
জীবনের আনন্দে দুঃখে সুখের মাঝে।
স্মৃতির কোনে আজও যে তুমি জেগে,
তোমার করুণা ধারায় আমার প্রেমে।
তুমি আপন সুখ দুঃখ ভুলে,
ভালোবেসে ছিলে হৃদির পরশ দিয়ে।
তুমি জন্মের সৃষ্টির ছিলে প্রথম দানে,
আমার সৃজনের স্রোতের অবগাহনে।
মনের আকাশে স্বপ্ন পূরণে,
জীবন দর্শনের উপলগ্ধি প্রাণে।
তুমি এক আকাশ আজও মনে,
আমার তীর্থভূমি মনেপ্রাণে।
তোমার শেখানো পথে,
আমি চলেছি জীবনে আনন্দগানে।