তোমাকে দেখছি জলধির লহরীর মাঝে,
সাদা ফেনার উত্তালে জীবনের সাথে..
মন ছুটছে এখন জলধির ডাকে,
ভালোবাসা জাগে মনের ঢেউয়ের কলরবে।
ইচ্ছে পাখীর ইচ্ছে এখন নীলাভ আকাশে..
তোমাকে সাথে করে প্রেমের আবেশে,
যদি হতাম একসাথে....
স্বপ্নের ইচ্ছাগুলো দেখি উপর থেকে।
হয়ত সত্যি হবে একদিন প্রেমের আড়ালে,
চোখে ভাসা কথা যেন কাছে আমায় ডাকে..
প্রতিদিনের এই জীবনের প্রেমের গরল প্রবাহ,
ভুলতে চাই সব কথা যত বেদনা অশ্রু দেখা...
অমৃতাংষুর আলোয় তোমার আলো মাখা,
উষ্ণতার প্রতীক্ষায় বিনীদ্র রজনী কাটে-
অপেক্ষায় তোমার ছোঁয়ায় মুক্তির দাবিতে।