তুমি আছো আমার হৃদয়ের আঁধারে,
মনের ভুবনে স্বপ্নে জাগরণে।
নিরব বেদনার বালুচরে,
খুঁজি ফিরি স্মৃতির মায়াবনে।
বুকে বাজে রোজ পদযুগল ধ্বনি,
এসেছিলে মনে দিয়েছিলে পদধ্বনি।
হঠাৎ ফিরলে না আর হৃদয়ে মাঝে,
শুধু মননে বাজে তোমার পথের বানী।
হৃদয়ে পথের মাঝে ফেলে রাখি,
আশায় বেঁচে রোজ থাকি।
আকাশে জুড়ে প্রতিক্ষণে,
অপেক্ষায় প্রত্যহ প্রতিক্ষাতে।
কারণ জানবো না কেনো..
দেখা দেবে না কেনো ?
শুধু এইটুকু মনে রেখো
ধ্রুবতারা তুমি মনের আকাশ পথে।