কাঠের পুতুল ছড়িয়ে মঞ্চের চারিপাশে
ওরা হাসে,কাঁদে,ঝগড়াও করে
কখনো নাচে,গান করে মানুষের ইচ্ছাতে
নেই প্রতিবাদ ক্লান্তি ওদের চোখে মুখে
রোজ নতুন নতুন জীবনের রঙ দেখে ।
একদিন বয়সে প্রয়োজন ফুরালে অবহেলায়
বাস্কে পড়ে থাকে।
কেউ আর খোঁজ করে না তাকে
ওরা বয়স্ক তাই ওরা অনাদরে পড়ে থাকে ।
জীবনের নাট্টমঞ্চের দখল নিয়েছে নতুন প্রজন্মের পুতুল
পুরোনেরা জীর্ণ,ক্লান্ত রঙচটা পড়ে আছে বাস্কতে।
সেকেলের কাঠের পুতুল শুধু পড়ে থাকে
পোড়ানোর অপেক্ষাতে অথবা শোকেসে বন্দী হতে ।