যত চাই তত পাই,
রমনীর মনে কেমনে পাবে ঠাঁই ?
রমনীর মনে নাইবা হোক শুধু কর্তব্যের সবখানি,
আমাদের মনে দেহে আছে সব তার অনুভূতি।
জীয়নের স্পন্দনে তার ছোঁয়ার স্পর্শ জেগে,
মাতৃত্ব স্নেহ প্রেম সৃজনের ছোঁয়া লেগে ।
আমাদের ক্লান্তির শান্তির অনুভবে,
চিরশান্তির পর নিজেকে সমর্পণে-
অতীতের প্রেমে।