তুমি কেমন নারী ?
এত জ্বলায় এত কষ্টে কই-
অতৃপ্তি নেই তো এতটুকু ,
তবু তোমার প্রেমের ঝর্ণা ঝরিয়ে দিলে ,
যখনই শুধু মনে রাখলাম নিজে হৃদয়টুকু ।
এতো প্রেম আসে মনে ?
তুমিও তো নারী ?
দেখো জলধির এককোনে,
উদীয়মান সূর্য ভোরের।
যেন আমাদের দুটি মনের,
সযন্তে রাখা প্রেম মননে ।
জীবনের দহনের মাঝে,
হঠাৎ ছোঁয়ার পরশে তুমি এলে।
হৃদয়ে অতৃপ্ত প্রেম ঢেলে,
কয়েক যোজন দূর অবধি স্ফিত ,
অমৃতের ছোঁয়ায় আজ মন স্থিত ।
শুধু অপমানের মন জানে,
কতটা পুড়লে হৃদয়,
উত্তপ্ত গলা তরল প্রেম-
নিষ্ঠাবান ওষ্ঠের আহ্বান খোঁজে।।