শীতের রাত,
ঠান্ডায় সব কুপোকাত।
দাঁতের শব্দ লাগে কানে,
দাঁতে দাঁত অজান্তে ঠোকাঠুকি লাগে।
কম্বল চাপা গায়ে,
আগুন জ্বালিয়ে সব আঁচে।
গরম জামা গায়ে পড়ে থাকে,
চায়ে চুমুক হাতে পেয়ালা নিয়ে কাকভোরে।
ভোরবেলা কুয়াশা সব ঢাকে,
প্রাতঃরাশে কমলা,আপেল,মোয়া ডাকে।
গোলাপ,গাঁদা,রজনী,ডালিয়ার সমারহে থাকে,
শীতকালে পৌষ পার্বণ সমাদৃত এক আনন্দ উৎসবে।
উত্তরের বাতাস আকাশে বহে,
নতুন গুড়ের গন্ধ সবার মুখে,
মধ্যাহ্নে পেট পূজার আয়োজন উদরে পুরে,
দুপুর বেলায় ছাদে রোদ্দুরের তেল গায়ে মাখে।
দিন বড় রাত ছোট শীতকালে,
গঙ্গাসাগর মেলা সাজে সব পূণ্যার্থীদের আগমনে।
ইচ্ছা জাগে মনে পিকনিক ভ্রমণের বিলাস বিনোদনে,
শীতের আগমনে মানুষের মন আনন্দের স্বপ্ন রচে।