কখনো ভাবনায় শামুক দেখি,
একটা শক্ত খোলসে ডাকা____
তার মধ্যে লুক্কায়িত হয়ে আমি থাকি।
হঠাৎ প্রকাশের আলোয় এলে____
নিজেকে মেলে ধরে থাকি।
আবার অন্ধকারে মনের অন্দরমহলে___
নিজেকে গুটিয়ে রাখি।
হয়তো প্রয়োজন ছিল গতির বর্জন,
তাই সর্পিল গতিতে এগোনোর লক্ষণ।
ভাবনাগুলো এখন ইচ্ছেমত করছে ভ্রমণ,
দক্ষিণ মেরু হতে উত্তর মেরুতে।
কখনো শরীরের তপ্ত লাভায়-
তুষারের শীতলতায় করেছে পরিভ্রমণ।
তবে ভাবনাগুলো পারেনি হৃদয়ের দখল নিতে,
কারণ ভাবনাগুলো ছিল তোমাকে নিয়ে।
তাই তোমাকে লুকিয়ে রাখি খোলসের ভিতর,
হারিয়ে না যাও হৃদয়ের বাইরে গিয়ে।