নিস্তব্ধ রাতে পথের ধারে ,
টিমটিমে ল্যাম্পপোস্টের আলোয়-
কালো ছায়াগুলো ভিড়ে জেগে,
সুপ্ত কালো ইচ্ছেগুলোকে বিকশিত করে।
কালনাগিনীর বিষ নিয়ে অপেক্ষারত,
ছোবলের আশা মনে নিয়ে দংশনে...
সরকারী সাপুড়েরা সব জানে-
তবু ওরা নিঃস্পৃহতার অলিন্দে কর্মরত,
ক্ষমতার প্রহসনে গালিছা পাতা পুরষ্কার।
রক্তের প্রলেপ ফুটপাতে রাস্তাতে মনে,
পড়ে থাকে ছটপট করা নিথর দেহ ।
শুধু প্রশ্নে একটি কথা আজও বলে সবাই,
ছায়াগুলো কি হয়েছে নিস্পৃহ।
আজ তুমি কাছে থাকো বা নাইবা থাকো,
আমার মনের ভাবনায় তুমি জীবন্ত ।
কলঙ্কের ইতিহাসে মানুষের মনে,
রাজতন্ত্রের অভিসপ্ত কালিমাতে ।