আদি অনন্তকালের নিদ্রা থেকে তুমি জাগো
পৃথিবীর গহন অন্ধকারের পরাধীনতার মধ্যে জাগো।
তুমি জাগো সভ্যতার বিকাশে বিভেদের মাঝে
মানবের অনু পরমাণুতে মুক্ত আকাশে বাতাসে ।
তুমি জাগো বিবেকে মাঝে মনের বিফলতায়
জাগো মন মন্দিরের সৃষ্টির সৃজনশীলতায় ।
পুরাণের ওই রূপকথা থেকে তুমি জাগো
অভিসপ্ত সমাজে নিপীরিত মানুষের মনে জাগো।
তুমি জাগো অধরা স্বপ্ন পূরণের বাস্তবায়নের মাঝে
অবলা অবাঞ্ছিতদের ভাগ্যের দীপ জ্বালানোর সাথে।
তুমি জাগো রহিঙ্গাদের নিষ্ঠুরতার প্রতিবাদে
জাগো নির্ভয়ার লুন্ঠিত মৃত্যুর প্রতিবাদে অসূর নিধনে।
তুমি জাগো আমার দূর্গার মনে দেবী দূর্গার আহবানে
অগুনতি মানুষের মনে শান্তির আচ্ছাদনে ।
যেন ঘুমন্ত ভিসুবিয়াস আর অগ্নুৎপাত না করে
তোমার মনের জাগরণে ।