#আমি বললাম -
ভাবনা তুমি কেন ধরছো আমায় মিছে,
খালি আমার সাথে ঘুরছ আগে-পিছে।
আমি তো কবেই চেয়েছি তোমায় ছেড়ে দিতে,
তুমি কেন বার বার ঘুরছো আমার সাথে ?
#ভাবনা বলল -
তোমার কাজই আমাকে নিয়ে চলা,
সবকিছু আমাকে সাথে করে বলা।
আজ আমি আছি,তাই তুমি আছো জেনো,
ভাবনাকে কাছে নিয়ে চলতে শেখো।
#আমি বললাম-
তাহলে তুমি আমাকে ভাবাও,
দেখো আমাকে নিয়ে যেন কষ্ট না পাও।
#ভাবনা বলল -আমার ভাল লাগে না কষ্ট পাওয়া,
তোমার কাজেই লুকিয়ে সব চাওয়া পাওয়া।
আমি তাই আজও ভাবি তোমার কাজ নিয়ে,
ভাল কাজকে একান্ত আপন করে।
#আমি বল্লাম-ভাবি না আর ভাবনাকে নিয়ে,
আমার জীবনে প্রবাহিত ভাবনা তোমাকে আপন করে।