সাথে ছিল অধরা স্বপ্নের মন,
শুধুই প্রেমের অভিকর্ষের দহন।
তোর ক্ষণিকের দুরত্ব কাল,
এতটুকু দেয়নি এখনও অবচেতন।
আজ আবার ঘরে ফেরা,
সন্মুখে ফেলে আসা দুটি নদীর শাখা-
একটি এখন শুকনো বিস্মৃতি,
অপরটি এখন মনের মধুর স্মৃতি।
নাহোক মনের ক্ষতের পূরণ,
জানি একদিন তোর মনের গভীরতায়-
হবে এই হৃদয়ে প্রেমের পরিভ্রমণ।
তাই ইচ্ছে রোজকার কন্টকময় পথে,
যদি একটু প্রেমের তৃষ্ণা মেটে ।।
বহুদিন দেখলাম একপক্ষের অনাবৃষ্টি,
তাই এখন ভেসেছি নতুন পক্ষে নতুনভাবে।
এখন দুটি হাতের অটুট বন্ধন,
প্রেমের কক্ষপথে শুধুই দেখি মাধ্যাকর্ষণ।