ওরা চলেছিলো লাইন বেঁধে সারিবদ্ধভাবে,
নিয়মের গতিপথে সমতায় নিছক জীবিকাতে়।
বা়ঁধা আসে বিপদ আসে মনে থাকে মৃত্যুভয,
তবু অনড় লাইনে চলমান ওই পিপীলিকার দলে দলে।
মুখে নিয়ে যায় খাদ্যকণা যেন বড় কিছু পাওয়া,
বাসায় করবে জমা স্বপ্ন ভবিষ্যতের মুন্সিয়ানা।
ওরা একত্র জীবনের সংগ্ৰামে খোঁজে ঠিকানা,
মানে না বর্ণ বিভেদ অনন্তকাল শান্তির অবগাহনে,
করে না সৃষ্টির অবমাননা চলার পথে।
ওরা ঐক্য শৃঙ্খলাকে হাতিয়ার করে
করে জীবনের জয়গান আপন দুনিয়ায়।
নেই দলাদলি ধর্মান্ধতা জাতীয়তাবাদ
ওরা যে পিপীলিকার ধর্ম ওদের সমষ্টিবাদ।
মানুষের মাটি খোঁজে নিজের চিরশান্তি লাভে,
পিপীলিকার জীবন মাটির নীচে শান্তির ছায়াতলে।
মানুষে পারি নি পিপীলিকার ঐক্য,
আজও শেখেনি পিপীলিকার জীবনতত্ব ।