কতগুলো কথা মিথ্যার ছদ্মবেশী,
মনের সত্যতা লুন্ঠনের পথগামী।
অনেকটা ক্ষনিকের সৃর্যগ্ৰহণ,
পুরোনো দিনের প্রচলিত কথন।
প্ররোচনার পটভূমিতে নির্মিত শিল্পশৈলী,
অবাস্তব অধরা চিন্তার প্রলেপে তৈরী।
মুক্তির পথ নেই সেই ঘেরাটোপে,
মনে পরাধীনতা শুধুই অভিশাপে।
অন্ধকারে সত্য হাতড়ানোর চেষ্টায় থাকা-
মিছে কিছু গুনমুগ্ধ স্রোতা।
মিথ্যা সংস্কারের এক বড়ো আচ্ছাদন,
পরে থাকে মানুষ জেনে বুঝে করে পান-
কুসংস্কারের সুধা আজীবন।
এখন প্রতিদিনের কৌতুহল দমিয়ে,
একটা চিরস্থায়ী চেতনায় উজ্জীবিত হয়ে-
সত্যকে চিনে ভ্রান্ত ভ্রাম্যমাণ ধারণার অবক্ষয়ের,
বলিদানে সময়ের ডাক এসেছে-
সকলে পথ চলার সময় কুসংস্কারের বিসর্জনে।