সুষমিতা তুমি সেদিন এসেছিলে
এক বসন্তের ঝরে যাওয়া পাতাগুলোকে স্মৃতি করে,
তুমি এসেছিলে দক্ষিনের দমকা হাওয়া সাথে করে।
তোমার না পাওয়া চাওয়া গুলোকে সাথে নিয়ে
বৃষ্টির দিনে ভিজতে ইচ্ছে করে তোমাকে নিয়ে।
পাহড়ের ওই চূড়ায় দাড়িয়ে দুজনের পৃথিবী দেখা
একস্বপ্ন সঙ্গে করে।
রোজ ভাবি তোমার মনের ছোঁয়া পেতে হোক না দেরী
তবু আমি রোজ পথ চেয়ে বসে থাকবো তোমার পথে
ঠিক যেমন রাত অপেক্ষায় থাকে প্রভাতের পথ চেয়ে,
গ্ৰীষ্ম যেমন বর্ষার আগমনে নিজেকে ভেজায়,
আমি তোমার ভালোবাসার অপেক্ষায় ভেজাবো
নিজেকে তোমার অনেক দিনের না পাওয়া ভালোবাসায়।
সুষমিতা তুমি এসেছ আজ,
আমি ভিজেছি তোমার ওই ভালোবাসার ছোঁয়ায়,
আমার ছবিতে থাকা মালা তোমার হাতের স্পর্শে রোজ সুগন্ধ ছড়ায়,
তোমার চোখের জলে মিটেছে আমার তৃষ্ণা আজ।