আজ ছুটি পেলাম দীর্ঘ এই কর্মজীবনের হলো ইতি
রেখে গেলাম মনে ছোঁয়া দেওয়া অনেক স্মৃতি
বেশ কিছু ভালো লাগা ,দুঃখ,অনুশোচনার আবেশ
জীবনের সবচেয়ে দামী সময় দিয়েছিলাম আমি ।
সত্যি কি ছুটি পেলাম জীবনে আজ
এক নতুন কাজের শুরু হবে স্বপ্ন দেখায় মনে
সব অদৃশ্য ভালোবাসা গুলোকে সঙ্গে করে
আবার চলা নতুনভাবে জীবনের পথে ।
হয়তো রোজকার ওই সময়ের বিদ্রোহ দেখবো না আর
থাকবে না মনে,স্বপনে একচোখা নীতি হাজিরা খাতার
কর্তব্য করেছিলাম তাই বিদায় অনেক ভালোবাসার সাথে
করতালির মাঝে, কারো গুঞ্জনে কিম্বা সবার সমাদরে ।
যাওয়ার সময় গেলাম শুধু একরাশ ভালোবাসা
আর কিছু অনিচ্ছাকৃত ভুল ভান্তির ক্ষমা প্রার্থনা
আসলে অবসর হয় না করো জীবনে
সত্যি অবসর আসে যখন দুটো চোখের পাতা নেভে
পরম শান্তির নীড়ে সবার মনের আড়ালে ।