চারদেয়ালের মধ্যে রোজ,
স্বপ্ন মনে দানা বাঁধছে।
আশেপাশে পেরেক গুলো,
গায়ে ছুটে এসে লাগে ।
রক্ত দেখিনি বহিতে দেহে,
জমাট বাঁধে মনের অন্তরালে।
পিপাসা তৃষ্ণার্ত মনে,
দহন দেহের মনের সবখানে।
বিবেক দংশন হয় না কারো
জেতার আনন্দে পেরেক গুলো।
ওদের যে মৃত্যু নেই মন নেই,
আছে ক্ষয় যাতনা দেবার অবক্ষয়।
মলম লাগে না ওদের দেহে,
শুধু হাতুড়ি ঠোকা অন্যের মনে।
যাতে আবার সোজা হয়ে,
পুণরায় দংশন করবে কোন এক মনে।
দেহের মনে অন্তরে হৃদয়ে মাঝে,
কেউ জানবে না কতটা রক্ত ঝরছে।
শুধু একদিন সবাই দেখবে,
বিনা রক্তপাতের দেহ রক্তাক্ত মন নিয়ে,
পড়ে আছে মমতাজের সমাধির মতো।