তুমি ছিলে না দূরে ধরা ছিলে প্রাণে নিঃশ্বাসে,
কেনো মিছে খুঁজে ফিরি তোমায় দিনের শেষে ।
বিহঙ্গেরা আমায় ডেকে বলে কানে-
উড়ে যেতে গগন পানে অমৃতের সন্ধানে।
আমি অপেক্ষায় আছি শুধুই তোমার,
আপন ডানায় তোমাকে বেঁধে-
মুক্তচিত্তে সঙ্গে নিয়ে উড়ে যেতে মনের টানে ।