বয়স এখন চল্লিশ অতিক্রমণ,
সকাল উঠে প্রাতভ্রমণ -
তারপরে মেজাজ বেশ চনমন।
এমন সময় এক অতিথির আগমন!
শ্রাবণের বারিধারায় সিক্ত দেহমন।
অপরিচিত ছিলো না কিছুই,
শুধুই অতীতের ফেলে আসা কিছু স্মৃতি।
আর পঁচিশের সেই হারানো একদিন,
সাথে তোলপাড় করা আলোড়ন-
দুটি পাখির অবাঞ্ছিত পিঞ্জরের বন্ধন।
দেখাটা সৌভাগ্যের হয়তো ছিল বিরল!
ক্ষানিকটা একসাথে উড়ার পর,
দুটি পরিপূর্ণ মনের অন্তর্লীনের প্রহর।
এখন আবার সব মধুর স্মৃতি,
একপাশে নস্টালজিক অনুভূতি-
অপরদিকে পুরোনো সম্পর্কের আত্মহুতি।