হয়তো এসেছি সহস্র আলোকবর্ষ দূরে হতে,
ইহকালে মায়া জীবনের সুখ-দুঃখ ভোগে।
যাতনা চেতনার নিত‍্য দিনে চলার পথে,
ভেসে থাকা আশা নিরাশার অবগাহনে।

কর্তব্যের চাহিদা ছিলো জীবনের পথে,
সংসারে জোয়ার ভাটার মাঝে।
নিজেকে আজ অবান্তর পরিচয়ে,
পরিচয় হারিয়েছে সব শত সহস্র দূরে।

একটু সমর্পিত প্রেম দাও হৃদয় মাঝে,
আত্ম অহংকার মিথ‍্যা ‌উপদেশের বিসর্জনে ।
বেঁচে থাকার মানে খুঁজে পেতে ভাসে থাকা,
মনের অলিন্দে অবিরত স্বপ্নের মালা গাঁথা।

হয়তো আবার ভেসে যাবো আলোকবর্ষ দূরে,
অধরা স্বপ্নের ভালোবাসা নিরাশা হৃদয়ে ভরে।
পরকাল অজানা মহাকাশের পরিচয়ের নিরিখে,
পরকাল হোক না নিষ্কণ্টক আকাশের বিচারে।