ঝরা পাতাগুলো এদিকে ওদিকে উড়ে যায়-
কখনো সীমানা পেরিয়ে নিজেকে হারায়।
কেউ নেই সমাধিস্থ এখন বটবৃক্ষের তলে-
বয়ে আসা হাওয়া শুধুই উওর খুঁজে যায়।
দ্বিপ্রহর থেকে সন্ধ্যাকাল উপনীত হয়,
তবু ওদের খোঁজ অসমাপ্ত থেকে যায়।
যখন অপ্রাপ্তির ব্যথাগুলো উঠে চরমে,
প্রবাহমান শব্দগুলো দাগ কাটে মরমে।
তবু ওরা ঝরা পাতা পথ হারিয়ে উড়ে যায়,
কখনো সীমানা পেরিয়ে নিজেকে হারায়।
যখন নতুন পাতা বৃন্তে আসে সৃষ্টির আনন্দে ,
নিন্দুকেরা থাকে না সৃষ্টির আশেপাশে।
ওরা শেষ চেষ্টা করে খড়কুটো আঁকড়ে ধরে,
তবু ওদের চেষ্টা বৃথা যায়।
তাই- প্রবাহমান শব্দগুলো দাগ কাটে মরমে,
ওদের- প্রতিবাদ এখন তাই চরমে।