সমুদ্র তোমাকে দেখছি,
সারাদিন ঢেউয়ের উত্তালে-
হৃদয়ের অন্তআড়ালে..
কত স্মৃতির আড়ালে,
পুরানো যত কথা..
শান্তি তোমাকে বলে।
নতুন আবেগ নিয়ে,
আজ প্রশান্তি মনে..
তোমার অপেক্ষায় বসে।
আমি অপেক্ষায় জলধির মাঝে,
ঢেউয়ের উত্তালে তোমার মনে..
হৃদয়ের স্পন্দনে,
আমি অপেক্ষায় চিরশান্তির
অবগাহনে...
দেখ ওই ঢেউ গুলোতে আমি,
একটু তোমার কাছে শান্তির পথে,
বলছে আমায় তুমি আমার....
মনে অন্তরে নিঃশ্বাসে ভালোবাসায়।