চারাগাছ রোপন করেছি আজ
ভাবলাম বড় হবে,ফল দেবে
বহু প্রতীক্ষার শেষ,চারা আজ গাছ
কিন্তু ফল ধরে না তাতে।
অকৃতজ্ঞ ছিলো সে
সৃজন করার ভালোবাসার মর্ম
বোঝে নি কখনো,
আপন অক্ষমতা বশে,
আত্মঃ অহংকারে সে পরিপূর্ণ আজ ।
সময়ে কাঁটা ঘোরে দাম্ভিকতা মরে,
ফল নেই তাই আজ অনাদর তারে,
চারা তুই কেন স্থার্থপর হলি ভাব
সারের,জলের,পরিচর্যার ছিলো কি অভাব ?
গাছ বলে আমি কোন ছাড়,
মানুষকে দেখে শিখেছি,হয়েছি
দাম্ভিক,সার্থপর আজ।
অকৃতজ্ঞ তো এখন ঘরে ঘরে,
বাগানের মালীর কোন দোষ নেই তাতে ।
চারাকে বলি,
সময়ের অপব্যবহার হয়েছে অনেক
ভালোটা নে,খারাপকে বর্জন করা শেখ তবে,
ভালো মালীর স্বভাব খারাপ,
তোর আর দোষ কি তাতে।
গাছে আজ ফল এসেছে দেখি,
সবাই দিয়েছে পরিচিতি তারে,
গাছ দেখ,তোর প্রসংশাপত্র
মালীর আজ হাতে।