প্রযুক্তি করেছে সবাইকে কাছে..
মনের ক্রমশ দুরত্ব বজায় রেখে।
মানুষের প্রযুক্তি হাতে,
নেই অবকাশ কথা বলার ফাঁকে।
জীবন প্রযুক্তির হাতে..
উন্নত কে কত..প্রযুক্তির ব্যবহারে।
মন কাগজের বই খাতা পাতা ভোলে,
কি-প্যাডে আঙ্গুল পরিচয় খোঁজে।
প্রযুক্তির ছোঁয়া লেগেছে মনে,
হৃদয়ের মিল ভুলে সোস্যাল নেটওয়ার্কিং
হয়েছে মনের হ্যাকিং...
সাইবার ক্রাইম প্রযুক্তির ক্লোরোফিল,
জীবনের ইতিহাসে ভালোবাসা এক ফসিল।