বাংলা আমার শৈশবের প্রথম ভালোবাসা
বাংলা আমার যৌবনের নুতন স্বপ্ন দেখা ।
বাংলা আমার মাতৃ স্নেহের প্রথম ভালোলাগা
বাংলা আমার মনের মানুষ নিকট নিয়ে আসা ।
বাংলা আমার কত রাতের গোপন আত্মকথা,
বাংলা আমার মনিষীদের স্বাধীনতার কথা ।
বাংলা আমার কিশলয়ের প্রথম রবি চেনা
বাংলা আমার নোবেল জয়ের কত জয়গাঁথা ।
বাংলা আমার কত সাধকের জীবন পাঠশালা
বাংলা আমার ভাতৃ প্রেমের পীঠস্থানের কথা ।
বাংলা আমার এপার ওপার দুই নদীর পার
বাংলা আমার ২১শের মহান মিলনস্থান ।
বাংলা আমার করে জীবনের জয়গান
বাংলা আমার মহা বিপ্লবের স্থান।
বাংলা আমার পুণ্য তীর্থভূমি
বাংলা আমার তোমার সবার মাতৃভূমি।
বাংলা আমার কান্না হাসি জীবনের ভাঙ্গা গড়া
বাংলা আমার সিরাজ আর বীরভদ্রের কথা ।
বাংলা আমার মাতঙ্গীনি বীর সুভাষের ভাষা
বাংলা আমার গর্বিত আমি বাংলায় কথা বলে ।
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬