আজ তিন শব্দের বহিষ্কারের ফলাফল
অস্তগামী জীবনগুলোর বিদ্রোহ সফল
কতদিনের কুসংস্কারের আজন্ম প্রথার বলি
ইচ্ছে মরণের ছিল প্রত্যহ দেখা অপসংস্কৃতি।
সমাজ,ধর্ম বহির্ভূত ছিলো প্রথা
আত্মমর্যাদার বলির কবলে শৃঙ্খলিত সব নারী
তিন শব্দের বাণে গিয়েছে কত জীবন জলাঞ্জলি
স্বপ্নের বাধন ছিঁড়ে হয়েছে করুণ পরিনতি।
শাসকের অমোঘ বাণের ঘোষণাতে
নারী সমাজের বিদ্রোহ হয়েছে আজ জয়ী।
তিন তলাকের ধংস হয়েছে হেথায় চিরতরে
নারীরা এবার থাকবে আপন স্বপ্নের ঘরে।