হে নারী তুমি অর্ধ মানবী স্বপ্নসঞ্চারী
তুমি ঈশ্বরের সৃষ্টি নয় মনুষ্য সৃষ্ট
যারা তোমার সৌন্দর্যের পূজারী
তারা নিজ হাতে তোমায় করেছে শ্রেষ্ঠ ।
অমর তুমি মনুষ্য চিত্তে,মূর্তিতে
কত রঙ,পুষ্প,সুগন্ধি,আভরণে ।
সাজিয়েছে তোমার মূর্তির রূপদানে
তোমায় করেছে অলংকৃত চিত্তের দর্পণে ।
তোমার দূর্বলতাকে বেঁধেছে রক্ষাকবচে
যুগ যুগ ধরে দিয়েছে অস্ত্র মহিষ নিধনে।
তোমায় দিয়েছে হৃদয়ে স্থান পূজনে
তোমারে সৃজিত করেছে প্রেম দানে।
তুমি মনুষ্য অর্ধেক স্বপ্ন
অর্ধেক মূর্তিতে জীবের
জীবনদর্শন ।